এই মুহূর্তে কলকাতা

রাজ্যের তথ্য কমিশনার পদের জন্য আবেদন ১৫ প্রার্থীর।

কলকাতা, ৬ ফেব্রুয়ারি:- রাজ্যের তথ্য কমিশনার পদের জন্য আবেদন করলেন ১৫ জন প্রার্থী। আবেদনকারীদের তালিকায় রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহা। মুখ্যসচিবের পদ থেকে অবসর নেওয়ার পর মুখ্যমন্ত্রী তাঁকে রাজ্য শিল্প পরিকাঠামো উন্নয়ন নিগমের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করে। সেই পদে থেকেই তিনি রাজ্যের মুখ্য তথ্য কমিশনার পদের জন্য আবেদন করেছেন।

চিফ ‌ইনফরমেশন কমিশনারের পদটি গত ৬ মাসের বেশি সময় ধরে খালি পড়ে রয়েছে। রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় সর্বশেষ এই পদে ছিলেন। সম্প্রতি রাজ্য সরকার এই শূন্যপদ পূরণের বিষয়ে উদ্যোগী হয়।