এই মুহূর্তে জেলা

গাছ কাটার খবরে ঘটনাস্থলে পৌঁছেই চক্ষু চরক গাছ বিধায়কের।

হুগলি, ১২ জানুয়ারি:- গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলেন বিধায়ক। পৌঁছেই চক্ষু চড়ক গাছ বিধায়কের। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে পোলবা থানার অন্তর্গত রাজহাট নন্দীপুরে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আজ পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় বিধায়ক অসিত মজুমদার। প্রায় ১৫বিঘা জমিতে থাকা বহু আম গাছ কেটে ফেলা হয়েছে। বিধায়ক পুলিশ এবং ভূমি ও ভূমি সংস্কার দফতরের সাথে কথা বলেন।

স্থানীয়দের বক্তব্য হঠাৎ করেই এতটা জমির মাটি, গাছ কোথায় গেল তা তাঁরা ঘুণাক্ষরেও টের পায়নি। পাশাপাশি তিনটি ডোবাও ভরাট হয়ে গেছে। জমিতে কমবেশি ৩০টি গাছ কাটা হয়ে গেছে। এত বড় কর্মকাণ্ড এত তাড়াতাড়ি কি করে সম্ভব হল তা নিয়ে সন্ধিহান সকলে। সকলেই চায় অবিলম্বে এ বিষয়ে ব্যবস্থা নিক পুলিশ-প্রশাসন। না হলে অদূর ভবিষ্যতে রাজহাটে বাগানের পর বাগান ধ্বংস হয়ে যাবে।