হাওড়া, ৬ মে:- মা-মাটি-মানুষের সরকারের ১১ বছর বর্ষপূর্তিতে হাওড়ার বালি-জগাছা ব্লকে কল্যাণ ঘোষের নেতৃত্বে মিছিল হল শুক্রবার বিকেলে। এদিন বালি জগাছা ব্লকের সহযোগিতায় সাঁপুইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পগুলির প্রতীকী ট্যাবলো নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ষষ্ঠীতলা মোড় থেকে শুরু হয়। মিছিল আসে লোকনাথ অটোস্ট্যান্ড আনন্দনগর বি.এড কলেজ পর্যন্ত।
কয়েক হাজার মানুষ মিছিলে অংশ নেন। মহিলাদের উপস্থিতি ছিল নজরে পড়ার মতো। ডোমজুড়ের বিধায়ক তথা হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষ বলেন, আজ সারা বাংলার পথে উন্নয়ন। ১১ বছর পূর্ণ হল। আমরা ১২তে পা দিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পগুলো ট্যাবলোর মাধ্যমে এদিন মিছিলে তুলে ধরা হল। মানুষকে দিদির উন্নয়নের বার্তা দিলাম।