এই মুহূর্তে কলকাতা

নয়া নাগরিকত্ব আইন নিয়ে ফের রাজ্যবাসীকে সতর্ক মুখ্যমন্ত্রীর।


কলকাতা, ২৩ নভেম্বর:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নয়া নাগরিকত্ব আইন নিয়ে রাজ্যবাসী কে ফের সতর্ক করে দিয়েছেন।নাগরিকত্ব নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থানের সমালোচনা করে তিনি সকলকে ভোটার তালিকায় নাম তোলার পরামর্শ দেন। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আজ ভূমি দফতরের এক অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যবাসীকে সতর্ক করে মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্র নতুন করে নাগরিকত্বের বিষয়ে কোনও উদ্যোগ নিয়েছে বলে তিনি শুনেছেন। তাই ৫ ডিসেম্বরের মধ্যে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ও পরিবারের নাম সংশোধন করে আসার পরামর্শ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন,

রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে। ৫ ডিসেম্বর পর্যন্ত তা চলবে। সকলকে সশরীরে গিয়ে ভোটার তালিকায় নিজের এবং নিজের পরিবারের সদস্যদের নাম দেখে আসার তিনি পরামর্শ দিয়েছেন। এনআরসির নাম করে ভবিষ্যতে তাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হতে পারে বলে মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেছেন। অসমেও একই ভাবে মানুষের নাগরিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে বলে তাঁর অভিযোগ। মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে সব কিছু হারিয়ে বহু মানুষ এখানে এসেছেন। ১৯৭১ সালের মার্চ মাস পর্যন্ত যাঁরা এসেছেন, দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে অনুযায়ী তিনি ভারতবর্ষেরই নাগরিক। তা স্বত্বেও তাদের কোথাও কোথাও নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।