কলকাতা, ২৯ অক্টোবর:- সরকার রাজ্যের ডেঙ্গি কবলিত ৭ জেলায় নজরদারি আরও বাড়ানোর নির্দেশ দিয়েছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী শনিবার সব জেলার জেলাশাসক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের বৈঠক করেন। বৈঠকে ছিলেন অন্যান্য স্বাস্থ্যকর্তারাও। ভার্চুয়াল ওই বৈঠকে রাজ্যের সার্বিক ডেঙ্গি পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। স্বাস্থ্য দফতরের পর্যালোচনায় জানা গিয়েছে মুর্শিদাবাদ, কলকাতা, উত্তর ২৪ পরগনা, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি এবং দার্জিলিং, এই ৭টি জেলায় ডেঙ্গি ভয়াবহ চেহারা নিয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, এই বৈঠকে নজরদারি বাড়ানোর জন্য জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দেন মুখ্য সচিব।বাড়িতে বাড়িতে গিয়েও নজরদারি বাড়াতে বলেন তিনি। বৈঠকে কলকাতার ডেঙ্গি পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। সূত্রের খবর, বৈঠকে কলকাতার পুর কমিশনারের উদ্দেশে মুখ্যসচিব বলেন, মহানগরীর অনেক জায়গায় সেভাবে নজরদারি চালানো হচ্ছে না।
উত্তর কলকাতার তুলনায় দক্ষিণে অনেক বেশি সংখ্যক মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছেন।পাশাপাশি ডেঙ্গি চিকিতসায় জেলা ও ব্লক হাসপাতালগুলিতে পর্যাপ্ত ওষুধ মজুত রাখা সহ সব ধরনের পরিকাঠামো তৈরি রাখার উপরে বৈঠকে জোর দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। ডেঙ্গিতে পুলিশ কর্মীর মৃত্যু এদিকে এদিনই ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এবার প্রাণ হারালেন কলকাতা পুলিশের এক এ এস আই। মৃত পুলিশ কর্মীর নাম উৎপল নস্কর। ৫৪ বছরের উৎপলবাবু মোমিনপুর এলাকায় এক বেসরকারি হাসপাতালে ২৭শে অক্টোবর থেকে ভর্তি ছিলেন। শনিবার সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়। এ নিয়ে কলকাতায় এই পর্যন্ত ডেঙ্গিতে ১৮ জনের মৃত্যু হল। স্বাস্থ্য ভবন সূত্রে জানা গেছে, রাজ্যে এখনও পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৬৬৬ জন। চলতি সপ্তাহে মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়েছেন ৫,৯৩৬ জন। সাপ্তাহিক আক্রান্তের সংখ্যার নিরিখে এই সপ্তাহেই সবচেয়ে বেশি সংখ্যক মানুষ এই রোগের কবলে পড়েছেন। উত্তর ২৪ পরগনায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এ ছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, এবং মুর্শিদাবাদেও আক্রান্তের সংখ্যা বাড়ছে।