এই মুহূর্তে জেলা

হাওড়ায় প্লাস্টিক গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ড।

হাওড়া, ২৫ অক্টোবর:- হাওড়ার ব্যাঁটরায় বিধ্বংসী অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে ব্যাঁটরা থানার রামকৃষ্ণ মন্দির পথ এলাকার একটি প্লাস্টিক কারখানার গোডাউনে ওই বিধ্বংসী আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। কি থেকে আগুন লাগে তা খতিয়ে দেখছে দমকল।

যুদ্ধকালীন ভিত্তিতে আগুন নেভানোর কাজে নামে দমকল। রামকৃষ্ণ মন্দির পথে এদিন প্লাস্টিক গোডাউনে হঠাৎই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল কর্মীরা আপ্রাণ লড়াই চালান। আগুন ছড়িয়ে পড়লে আরও বড়ো ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। হতাহতের খবর নেই।