এই মুহূর্তে জেলা

জেলাশাসকের কাছে ডেপুটেশন দিলেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল।

উত্তর দিনাজপুর , ২৪ আগস্ট:- হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের মৃত্যুর ঘটনার সিবিআই তদন্ত, চোপড়ায় কিশোরী খুনের ঘটনায় দোষীদের গ্রেফতার এবং দাড়িভিটে পুলিশের গুলিতে রাজেশ তাপসের মৃত্যুর ঘটনার সিবিআই তদন্তের দাবি নিয়ে উত্তর দিনাজপুর জেলাশাসকের কাছে ডেপুটেশন দিলেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল। চোপড়ায় কিশোরী খুন ও হেমতাবাদে বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং জেলাজুড়ে শাসক দল তৃনমূল কংগ্রেসের নৈরাজ্যের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করল বিজেপির মহিলা মোর্চা। উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ কর্নজোড়ায় জেলাশাসকের দপ্তরের সামনে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল। উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী, সাধারন সম্পাদক নিমাই কবিরাজ সহ অসংখ্য মহিলা মোর্চার কর্মীরা। পরে জেলাশাসকের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি জমা দেন মহিলা মোর্চার শীর্ষ নেতৃত্ব।

গত জুলাই মাসে চোপড়ায় এক কিশোরী খুনের ঘটনা এবং হেমতাবাদে বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় তোলপাড় হয়ে ওঠে রাজ্য রাজনীতি। আন্দোলনে নামে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব সহ উত্তর দিনাজপুর জেলার বিজেপি কর্মীরা। মিথ্যা মামলায় ফাঁসানো হয় একাধিক বিজেপি নেতা কর্মীদের। রাজ্যের শাসক দল তৃনমূল কংগ্রেসের মদতে জেলা পুলিশ বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে ভরছে বলে অভিযোগ তুলে সোমবার রায়গঞ্জ কর্নজোড়ায় জেলাশাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ আন্দোলনে নামে বিজেপির মহিলা সংগঠন মহিলা মোর্চা। আজকের এই আন্দোলনের নেতৃত্ব দেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রা দেবীর অভিযোগ, রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী অথচ সেই রাজ্য বাংলায় নারী ধর্ষণ খুনের ঘটনা ঘটে চলেছে। এরাজ্যে ছয় বছরের শিশুকন্যা থেকে সত্তর বছরের বৃদ্ধাকে ধর্ষন করা হচ্ছে, খুন করা হচ্ছে। তার কোনও বিচার নেই। রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী ধর্ষণের রেট দিয়ে দিচ্ছেন। এর বিরুদ্ধেই বিজেপির মহিলা মোর্চা সারা রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে।