হাওড়া, ২৬ অক্টোবর:- দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া খড়গপুর সেকশনে হাওড়ার টিকিয়াপাড়া কারশেডের কাছে রেল লাইনের ধারে বোমাতঙ্কের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। যার ফলে অল্প কিছুক্ষণ ট্রেন পরিষেবা ব্যাহত হয়। দক্ষিণ-পূর্ব রেলের এক আধিকারিক জানিয়েছেন, টিকিয়াপাড়া কারশেডের কাছে রেল লাইনের ধারে বোমের মতন সুতলি দড়ি বাঁধা কিছু পাওয়া যায়। বোমা পড়ে আছে সন্দেহ হয় আরপিএফ আধিকারিকদের।
সঙ্গে সঙ্গে তারা উচ্চতর কর্তৃপক্ষের কাছে জানান। যার ফলে টিকিয়াপাড়া কারশেডের কাছে সমস্ত দক্ষিণ-পূর্ব রেলের ট্রেন পরিষেবার কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়। তদন্ত শুরু হয়। খতিয়ে দেখার পর সেইরকম কিছু পাওয়া যায়নি। এর জেরে বেশ কিছুক্ষণ দূরপাল্লা ও লোকাল ট্রেন টিকিয়াপাড়া কারশেডের কাছে দাঁড়িয়ে থাকে। বেশ কিছু যাত্রী ট্রেন থেকে নেমে পায়ে হেঁটে হাওড়া স্টেশনের দিকে যাত্রা শুরু করেন। কিছু অবশ্য পাওয়া যায়নি।