এই মুহূর্তে কলকাতা

নবীন আইএএস অফিসারদের কর্মজীবন শুরু দুয়ারে সরকার কর্মসূচি দিয়ে।

কলকাতা, ২৫ অক্টোবর:- রাজ্যের নতুন আইএএস অফিসারদের জেলাপ্রশিক্ষণ শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি দিয়ে। এই উদ্যোগ প্রথম নিল রাজ্য সরকার। এই শিবির থেকেই হাতেকলমে কাজ শিখতে পারবেন নবীন আইএএসরা। সম্প্রতি কর্মীবর্গ ও প্রশাসনির সংস্কার দপ্তর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে ১৩টি জেলাশাসককে জানানো হয়েছে। দুয়ারে সরকার কর্মসূচিতে এই নতুন আইএএসদের যুক্ত করা হোক।

রাজ্য সরকারের বক্তব্য, দুয়ারে সরকার কর্মসূচিতে রাজ্য প্রশাসনের প্রায় ২৫ – ২৬টি দপ্তরের কাজ করা হয়। সাধারণ মানু্্ষের সঙ্গে সরাসরি যোগাযোগও হয়। এই কর্মসূচিতে যোগ দিলে তাঁরা তৃণমূল স্তরের কাজ শেখার সুযোগ পাবেন। জেলাপ্রশাসনের কাজ কীভাবে হয় তাও তাঁরা শিখতে পারবেন। ২০২১ ব্যাচের ১৩ জন আইএএস সদ্য কেন্দ্রীয় সরকারের প্রশিক্ষণ নিয়ে রাজ্যে এসেছেন। সাধারণতঃ জেলা প্রশাসনের ‌কাজ শেখানোর জন্য পঞ্চায়েত ও ভূমি দপ্তর থেকে প্রশিক্ষণ দেওয়া হয়।