কলকাতা, ২২ অক্টোবর:- টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের নিয়োগ বিতর্কে রাজ্য যখন উত্তাল তখন রোজগার মেলা করে এক লপ্তে গোটা দেশে ৭৫ হাজার ছেলেমেয়ের হাতে বিভিন্ন সরকারি দফতর ও সংস্থার নিয়োগ পত্র তুলে দিল কেন্দ্র ।শুধু তাই নয় আগামী দেড় বছরের মধ্যে ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে দেড় বছরের মধ্যে ১০ লক্ষ নিয়োগ করার লক্ষ্য মাত্রা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। আজকের কর্মসূচি এরই প্রথম ধাপ বলে জানানো হয়েছে। শুধু তাই নয় সম্পূর্ন নিয়ম মেনে যে এই প্রার্থীদের নিয়োগ করা হয়েছে সে কথা বারবার প্রচার করা হচ্ছে সরকারের তরফে। পূর্ব কলকাতার একটি বেসরকারি কলেজের প্রেক্ষাগৃহে ডাক বিভাগের আয়োজিত রোজগার মেলায় উপস্থিত ছিলেন চাকরিপ্রাপক ২৬৭ জনপ্রার্থী। হাতে হাতে চাকরির নিয়োগপত্র পেয়ে স্বাভাবিকভাবেই উচ্চশিত তারা।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে দেশ জুড়ে শুরু হওয়া রোজগার মেলার অঙ্গ হিসাবে এরাজ্যেও কলকাতা ও খড়গপুরে মেলার আয়োজন করা হয়েছে।শনিবার কলকাতায় ডাক বিভাগের উদ্যোগে
আয়োজিত মেলায় রেল, প্রতিরক্ষা, সীমান্তরক্ষী বাহিনী, ডাক, শুল্ক বিভাগ সহ ২২ টি রাষ্ট্রায়ত্ত সংস্থা অংশ নিয়েছে। ২৬৭ জন চাকরি প্রার্থীর হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হয়।কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বেশ কয়েকজন প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেন। তিনি বলেন, কোনও রকম দুর্নীতি, অস্বচ্ছতা বা কোনো রকম সুপারিশ ছাড়াই গোটা দেশে এই ৭৫ হাজার কর্মীকে নিয়োগ করা হল। তবে কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগকে স্বাভাবিকভাবে কটাক্ষ করেছে বিরোধী শিবির। তাঁদের বক্তব্য বছরে ২ কোটি চাকরির বন্দোবস্ত করবেন বলে প্রধানমন্ত্রী হওয়ার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী। কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। এই রোজগার মেলা আদতে নির্বাচনী চমক ছাড়া কিছুই নয় বলে তাঁদের দাবি। পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল জে চারুকেশি সূচনা ভাষণে বলেন, প্রধানমন্ত্রী নির্ধারিত সময়ের মধ্যে সরকারি শূন্য পদে নিয়োগের ওপর জোর দিয়েছেন। ডাক বিভাগ ইতিমধ্যেই এই লক্ষ্যে মিশন মোডে কাজ শুরু করেছে। সাম্প্রতিক কালে পশ্চিমবঙ্গ সার্কেল ১২ হাজারের বেশি শূন্য পদে নির্ধারিত সময়ে নিয়োগ সম্পন্ন করেছে বলে তিনি জানিয়েছেন।