কলকাতা, ৯ ফেব্রুয়ারি:- আগামী মার্চ মাস থেকেই ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা শিয়ালদা পর্যন্ত সম্প্রসারিত হবে। কলকাতায় আজ মেট্রো কর্তাদের সঙ্গে ওই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠকের পর রাজ্যের পরিবহণ মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এ কথা জানিয়েছেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র জানান, আগামী মার্চ মাস থেকেই শিয়ালদা থেকে ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের পরিষেবা শুরু হয়ে যাবে।
জোকা-বিবাদি বাগ মেট্রো রেল প্রকল্পের কাজও জোকা থেকে তারাতলা অবধি সম্পূর্ণ হয়ে গিয়েছে। কিন্তু রেলবোর্ড এর সম্মতি না মেলায় এখনই ওই পথে ট্রেন চলাচল শুরু করা যাচ্ছে না। মাঝেরহাট পর্যন্ত ওই প্রকল্পের কাজ শেষ হলে আগামী ২-৩ মাসের মধ্যেই সেই পরিষেবা চালু করে দেওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।