এই মুহূর্তে কলকাতা

বদল হল প্রাথমিক শিক্ষক পদে আবেদন জানানোর নিয়মের।

কলকাতা, ২২ অক্টোবর:- বদল হল প্রাথমিক শিক্ষক পদে আবেদন জানানোর নিয়মের। তা নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ। এই বিজ্ঞপ্তিকে বলা যায় ভুল সংশোধন। পরীক্ষার আবেদন ফি সংক্রান্ত নিয়মে বদল আনা হয়েছে। নয়া বিজ্ঞপ্তিতে আবেদন ফি বেড়েছে কিছুটা। জেনারেল ক্যাটাগরির জন্য ২০০ টাকা, ওবিসি ক্যাটাগরির জন্য ১৫০ টাকা এবং এসসি, এসটি, বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য ১০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। উল্লেখ্য, এর আগে আবেদন ফি ছিল যথাক্রমে ১৫০ টাকা, ১০০ টাকা এবং ৫০ টাকা। প্রসঙ্গত, আবেদন প্রক্রিয়ার ফি বাদে সমস্ত নিয়ম একই রাখা হয়েছে। উল্লেখ্য, ১১ হাজারের বেশি পদে নিয়োগ হবে বলে জানা গিয়েছে।

গত শুক্রবার থেকে শুরু হয়েছিল আবেদন প্রক্রিয়া। নাম নথিভুক্ত করতে পারবেন ২০১৪ এবং ২০১৭ টেট উত্তীর্ণ প্রার্থীরা। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল বলেছেন, ইন্টারভিউয়ে অংশগ্রহণ করতেই হবে। সরাসরি নিয়োগের দাবি মানা হবে না। উল্লেখ্য, ২০১৪ টেট প্রার্থীদের দাবি সরাসরি নিয়োগ করার। তাঁরা বলেছেন, ইতিমধ্যেই তাঁরা ২ বার ইন্টারভিউ দিয়েছেন। তাই এবার সরাসরি নিয়োগ করতে হবে। দাবি ছিল, বয়সসীমা বাড়াতে হবে। পর্ষদের পক্ষ থেকে বলা হয়েছে, ইন্টারভিউ দিলেও তাঁরা ওই প্রক্রিয়ায় উত্তীর্ণ হননি, ফলে আবার ইন্টারভিউ দিতে হবে। সেই সঙ্গে বলা হয়, বয়সসীমা বাড়ানোর এক্তিয়ার নেই পর্ষদের।