হাওড়া, ২২ অক্টোবর:- শিশুদের একগুচ্ছ বিনোদন নিয়ে হাজির ধাড়সা ইউথ। এবার পুজোর থিমে ‘জঙ্গল বুক’। মন্ডপে প্রবেশ করলেই দেখা যাবে সেখানে গভীর জঙ্গলে গাছের ভিতরে ঝুলছে বিষধর সাপ। আবার সেখানেই গাছের ডালে ঝুলছে মুগলি। কখনও দেখা যাচ্ছে বাঘের সঙ্গে লড়াই করছে সে। কখনও সে আবার ভালুর সঙ্গে খেলছে। জঙ্গলে দেখা যাবে হাতি, কচ্ছপ, হনুমান ও অনান্য বনজ সব প্রাণী। জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে গিয়েছে একটি নদী। সেখানে কুমির চরে বেড়াচ্ছে। এবছরের কালীপুজোয় হাওড়ার জগাছার ধাড়সা ইউথ অ্যসোসিয়েশনের থিমে এবার ‘জঙ্গল বুক’। ক্লাবের সম্পাদক তাপস পাল জানান, ৫২তম বর্ষে তাঁদের এবছরের পুজোর থিম জঙ্গল বুক”। টিভি বা সিনেমার জঙ্গল বুকের যে দৃশ্য দর্শক বন্ধুরা দেখেছেন তার কিছু মুহূর্ত এই থিমের মাধ্যমে এখানে দেখা যাবে বলে তিনি জানান। তিনি বলেন, জঙ্গল বুক সিরিয়ালের জনপ্রিয় সেই গান ‘জঙ্গল জঙ্গল পতা চলা হে…’
এখানে এলেও শোনা যাবে। পাহাড়, জঙ্গল, নদীর পরিবেশ তৈরী হয়েছে। ক্লাব সদস্যরা জানান, মন্ডপের পিছনে অনেক গাছগাছালি আছে। সেগুলোকেও থিমের সঙ্গে সাজুয্য রেখে গভীর জঙ্গলের আবহ তৈরী করা হয়েছে। ক্লাবের সভাপতি কানাই জানা জানান, গত দু’বছর কোভিড পরিস্থিতির জন্য পুজো সেভাবে বড় করে হয়নি। তার আগে অবশ্য প্রতি বছরই আমাদের ক্লাব থিমের মাধ্যমে অভিনবত্বের সাক্ষর রেখেছে। এবছর শিশু সহ সব বয়সী মানুষের মনোরঞ্জনের জন্যই আমরা এই ‘জঙ্গল বুক’ থিম করেছি। হাওড়ার জগাছার ধাড়সা ইউথ অ্যসোসিয়েশনের এবছরের পুজোর বাজেট প্রায় দু’লক্ষ পঁচিশ হাজার টাকা। আমাদের মন্ডপ শিল্পী শ্যামল দত্ত। পুজোর পাঁচদিন এখানে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবছর হাওড়ার সেরা পুজো হওয়ার দৌড়ে তাঁরা আছেন। পুজোর সময় প্রচুর দর্শনার্থী আসবেন বলে আশা করছেন ক্লাব কর্তৃপক্ষ।