হুগলি, ১০ ফেব্রুয়ারি:- তৃণমূল নেতারা যখন সহধর্মীনিদের ভোটে দাঁড় করাতে ব্যস্ত, ঠিক উল্টোটাই দেখা গেল শ্রীরামপুরের তৃণমূল নেতা সন্তোষ সিং এর ক্ষেত্রে। নিজের ওয়ার্ড ছেড়ে অন্য ওয়ার্ডে তিনি সহধর্মিনী কে সঙ্গে নিয়েই তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার সাড়লেন। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল প্রার্থীদের নিয়ে প্রচার পর্ব শুরু করে দিয়েছে তৃণমূল নেতৃত্ব।
বুধবার সন্ধ্যায় ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল মনোনীত প্রার্থী শর্মিষ্ঠা দাসের হয়ে প্রচার করলেন নেতা সন্তোষ সিং। (পাপ্পু) এবং তার স্ত্রী। এই দিন এই ওয়ার্ডের বিভিন্ন জায়গায় গিয়ে তৃণমূল প্রার্থী শর্মিষ্ঠার সমর্থনে প্রচার করেনও পদযাত্রায় অংশ নেনএবং তৃণমূল প্রার্থী কে বিপুল ভোটে জেতাবার জন্য নাগরিকদের কাছে আবেদন জানান। তিনি বলেন এবারের নির্বাচনে শ্রীরামপুর পৌরসভার তৃণমূল কংগ্রেসের ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা সবাই জয়ী হবেন ফল হবে ২৯ – ০ ।
– ০ ।