এই মুহূর্তে জেলা

মমতার পদযাত্রায় হাওড়ার রাজপথে জনপ্লাবন।

হাওড়া , ৩ এপ্রিল:- মমতার পদযাত্রায় হাওড়ার রাজপথ কার্যত জনপ্লাবনে পরিণত হল। মানুষ বিপুলভাবে  অভ্যর্থনা জানালেন নেত্রীকে। এদিন জনপ্লাবনে ভাসলেন মমতা। তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সমর্থনে শনিবার বিকেলে হাওড়ার রাজপথে পদযাত্রা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই পদযাত্রা কার্যত এদিন জনপ্লাবনে পরিণত হয়। পদযাত্রা শুরু হয় হাওড়ার ইছাপুর জলের ট্যাঙ্ক মোড় থেকে। কদমতলা, পাওয়ার হাউস, দেশপ্রাণ শাসমল রোড, পঞ্চাননতলা রোড, হাওড়া ময়দান, ফাঁসিতলা মোড়, বাঙালবাবু ব্রিজ, পিলখানা, জি টি রোড হয়ে সালকিয়ার সম্মিলনী পার্কে শেষ হয় ওই পদযাত্রা। মমতাকে দেখতে এদিন রাস্তায় জনতার ঢ্ল নামে। রাস্তার দু’ধারে, বাড়ির ছাদে, বারান্দায়, ফ্ল্যাটবাড়ির ব্যালকনি ছিল কানায় কানায় পরিপূর্ণ। ফুল, মালা দিয়ে, উলুধ্বনি দিয়ে শঙ্খধ্বনি দিয়ে মহিলারা মমতাকে স্বাগত জানান। মমতা করজোড়ে সকলকে শুভেচ্ছা জানান। জনতার ভীড়ে বারবার থামতে হয় নেত্রীকে।

শিশুকে কোলে তুলে নিতেও দেখা যায় নেত্রীকে। এদিন পুলিশের বেস্টনি টপকে নেত্রীকে প্রণাম করতে কাছাকাছি পৌঁছে যান মহিলা ভক্তও। এমন দৃশ্যও দেখা যায়। মহিলা পুলিশ কর্মীরা তৎক্ষনাৎ তাঁকে সরিয়ে দেন। অন্যদিকে, এদিন পদযাত্রা পিলখানায় আসার পর পুলিশ ও নিরাপত্তা বেস্টনি ভেদ করে আচমকাই ঢুকে পড়ে একটি ষাঁড়। আচমকা এই ঘটনায় কার্যত হিমসিম খেতে হয় পুলিশকে। কিছুক্ষণের মধ্যেই অবশ্য পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়। উল্লেখ্য, এই কর্মসূচি উপলক্ষে এদিন দুপুর থেকেই ওই রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হয়। শিবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মনোজ তেওয়ারি, মধ্য হাওড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ রায় এবং উত্তর হাওড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী গৌতম চৌধুরী সমর্থনে এদিন এই রোড শো করেন মমতা। হাওড়ার ইছাপুর জলের ট্যাঙ্ক থেকে শুরু করে সালকিয়া সম্মিলনী পার্ক পর্যন্ত রাস্তার দু’পাশে এদিন মানুষের তিল ধারনের জায়গা ছিল না। কাতারে কাতারে মানুষের ভিড় লক্ষ্য করা যায়। তৃণমূল সুপ্রিমোকে একবার দেখার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করেন বহু মানুষ। এদিন বিকেল প্রায় চারটে দশ মিনিট নাগাদ হাওড়ার ইছাপুর জলের ট্যাঙ্ক মোড় থেকে শুরু হয় রোড শো। রাস্তায় বিপুল সংখ্যক মানুষের জন্য মাঝে মাঝেই গতি ব্যাহত হয়।