এই মুহূর্তে জেলা

করুনাময়ীর আঁচ, রাস্তা অবরোধ চুঁচুড়ায়।

সুদীপ দাস, ২১ অক্টোবর:- কলকাতার করুণাময়ীতে চাকরি প্রার্থীদের উপর পুলিশি অত্যাচারের বিরুদ্ধে সরব হয়ে প্রতিবাদ মিছিলের আয়োজন করল ভারতীয় জনতা পার্টি। আজ বিজেপির হুগলী সাংগঠনিক জেলা যুব মোর্চার পক্ষ থেকে চুঁচুড়ায় জেলা অফিসের সামনে থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে দলের জেলা নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিল বিবেকানন্দ রোড ধরে চুঁচুড়া পিপুলপাতির দিকে এগিয়ে চলে। পিপুলপাতি মোড়ে দাঁড়িয়ে চলে রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তোলা হয়। এরপর মুখ্যমন্ত্রীর কুশপুতুলে আগুন দিতেই পুলিশ বলপূর্বক সেই কুশপুতুল কেড়ে নেয়। সঙ্গে সঙ্গে রাস্তায় বসে পরে পথ অবরোধ শুরু করে। এরপর বিশাল পুলিশ বাহিনী এসে টেনে-হিঁচড়ে বিজেপি কর্মীদের হটিয়ে দেয়।