হাওড়া, ২০ অক্টোবর:- হাওয়ালা র্যাকেটের মাধ্যমে নগদ টাকা এবং সোনা রুপোর গয়না রেলের মাধ্যমে পাচার হওয়ার আগাম সতর্কতা থাকায় হাওড়া স্টেশনে এমনিতেই বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। আর এই বাড়তি সতর্কতার জেরে ফের সাফল্য পেল রেল পুলিশ। হাওড়া স্টেশন থেকে আরপিএফের অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নগদ টাকা। এর পাশাপাশি উদ্ধার হয়েছে প্রচুর টাকার রূপোর গয়নাও। হাওড়া স্টেশনে পার্সেল অফিসের কাছে পড়ে থাকা দাবিদারহীন মোট ৩টি পাটের ব্যাগ থেকে এই বিপুল পরিমাণ নগদ টাকা ও রূপোর গয়না উদ্ধার হয়েছে। এর সঙ্গে হাওয়ালা যোগ রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। জানা গেছে,
ওই ৩টি ব্যাগ থেকে প্রায় ৩৩ লাখ ২২ হাজার টাকা নগদ এবং প্রায় ৪৫ কেজি রূপোর গয়না উদ্ধার হয়। সবমিলিয়ে ৫৮ লাখ ৪৩ হাজার ৫৮৪ টাকার জিনিস উদ্ধার করেছে আরপিএফ। তবে ব্যাগগুলির মালিকের হদিশ মেলেনি। তদন্ত শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে আরপিএফ জওয়ানরা গোপন সূত্রে খবর পেয়ে ওই ব্যাগগুলি উদ্ধারের পর অফিসে নিয়ে আসেন। ব্যাগ খুলতেই বেরিয়ে আসে লক্ষ লক্ষ টাকা এবং রূপোর গয়না। এর পরিমাণ মোট ৫৮ লাখ ৪৩ হাজার ৫৮৪ টাকা। উদ্ধার হওয়া নগদ টাকা ও গয়না ট্যাক্স ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের হাতে তুলে দেওয়া হয়েছে। টাকার উৎস জানতে তদন্ত চলছে।