কলকাতা, ২১ অক্টোবর:- কালীপূজা ও আসন্ন ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রস্তুতি নিয়ে শুক্রবার বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বিদ্যুৎ ভবনের কন্ট্রোল রুম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠকে সমস্ত জেলার বিদ্যুত দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা উপস্থিত ছিলেন। বিদ্যুৎ মন্ত্রী সমস্ত আধিকারিকদের সদা সতর্ক থাকার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। ঘূর্ণিঝড়ের সতর্কতা হিসাবে রাজ্য বিদ্যুৎ দপ্তর প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে বলে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী জানিয়েছেন।
তিনি বলেন দপ্তরের কর্মীদের ছুটি বাতিল করার পাশাপাশি বিদ্যুৎ এর খুঁটি, তার সহ ঝড়ের কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে তা পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় সব রকম সরঞ্জাম জেলার বিদ্যুৎ দপ্তরের কার্যালয়ে পাঠানো হয়েছে। শনিবার সকাল থেকেই কর্মীরা সংশ্লিষ্ট কার্যালয়ে উপস্থিত থাকবেন বলে মন্ত্রী জানান।বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মুখ্য সচিব সুরেশ কুমার, পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার সিএমডি শ্রী শান্তনু বোস সহ বিদ্যুৎ দফতর ও সিইএসসির উচ্চপদস্থ আধিকারিকরা।