এই মুহূর্তে জেলা

গভীর রাতে নাকা চেকিং এ খোদ পুলিশ কমিশনার

হুগলি, ১৬ অক্টোবর:- সামনে কালি পুজো জগদ্ধাত্রী পুজো, অপরাধ ঠেকাতে চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকায় নাকা চেকিং গভীর রাতে। শনিবার রাত এগারোটা থেকে কমিশনারেট এলাকার গুরুত্বপূর্ণ জায়গা গুলোতে শুরু হয় নাকা। শহরে ঢোকা বেরোনোর রাস্তা গুলোতে ট্রাফিক পুলিশ গাড়ি বাইকে তল্লাসী চালাতে থাকে। পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, ডিসিপি চন্দননগর ভিদিত রাজ বুন্দেশকে নিয়ে ভদ্রেশ্বর চন্দননগর চুঁচুড়ার বিভিন্ন জায়গায় নাকা কেমন চলছে তা ঘুরে দেখেন। চুঁচুড়া খাদিনামোরে সিপি বলেন, সামনে জগদ্ধাত্রী পুজো তার আগে কালী পুজো রয়েছে। বেআইনি শব্দ বাজির বিরুদ্ধে অভিযান চলছে।

পাশাপাশি বেআইনি মদ পাচার আটকানো দুষ্কৃতিরা যাতে এই সময় কার্যকলাপ করতে না পারে তার জন্য সতর্ক রয়েছে পুলিশ। নাকা চেকিং শুরু হয়েছে চলবে দিনে রাতে।চুরি ছিনতাই যাতে না হয় তার জন্য পুলিশি সক্রিয়া বাড়ানো হয়েছে বলে জানান সিপি। চুঁচুড়া থানা এলাকার সাতটি পয়েন্টে নাকা চলে মধ্য রাত পর্যন্ত। বাইক আরোহীদের দাঁড় করিয়ে ব্যাগ তল্লাসী করা হয়। চার চাকা গাড়ির ডিকি খুলে যাত্রীদের নামিয়েও চলে তল্লাসী। তল্লাসীতে কিছু না মেলেনি তবে এই ধরনের প্রিভেনটিভ নাকা চলবে বলে জানা গেছে।