হাওড়া, ১২ অক্টোবর:- সাংসদদের নিয়ে বুধবার রেলের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হলো হাওড়ায়। এদিন পূর্ব রেলের হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের ট্রেন পরিষেবা নিয়ে এলাকার সাংসদদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন রেলকর্তারা। এদিন হাওড়ার ডিআরএম অফিসে ওই বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সৌগত রায়, লকেট চট্টোপাধ্যায়, সৌমিত্র খাঁ, প্রসূন বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষদস্তিদার, দোলা সেন প্রমুখ। রেল পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে একাধিক প্রস্তাব দেন সাংসদরা। হাওড়ায় পূর্ব রেলের ওই ডিভিশনাল কমিটি মিটিংয়ে যোগ দেন বিজেপি ও তৃণমূল সাংসদরা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গকে হাওয়ালা দুর্নীতির বাসস্থান বলে মন্তব্য করেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়।
পাশাপাশি পরিবারতন্ত্র বিজেপিতে নয় তৃণমূলে আছে বলেও মন্তব্য করেন। সৌরভ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলে মন্তব্য করেন এবং আগামী দিনে দাদাকে আরও বড়ো কোনও পদে দেখার আশাপ্রকাশ করেন তিনি। বিজয়ার পরে তৃণমূলের সাংসদদের সাথে বিজয়ার শুভেচ্ছা বিনিময় হয়েছে বলেও জানান তিনি। অন্যদিকে, দুর্নীতি ঢাকতেই মোমিনপুরের ঘটনা বলে অভিযোগ করেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। পাশাপাশি ঘটনার সময়ে গোটা এলাকা বিদ্যুৎহীন থাকা নিয়েও সিইএসসিকে দোষারোপ করেন তিনি। তৃণমূল সাংসদ সৌগত রায় সৌরভ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে সরাসরি এটি বিজেপির চক্রান্ত ও বাঙালিকে অপমান করার নজির বলে অভিযোগ করেন। তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলন শুরু হয়ে গেলেও বিজেপির নিচুতলায় বুথ লেভেলে লোকবল না থাকায় বিজয় সম্মেলন করতে পারছেনা বলে জনান সৌগতবাবু।