এই মুহূর্তে জেলা

করোনার টিকা না মেলায় এবার অবরোধ হাওড়ায়। বিক্ষোভ। ব্যাঁটরায় উত্তেজনা।

হাওড়া, ৩০ জুন:- করোনার টিকা নিয়ে প্রতিদিনই কোথাও না কোথাও চলছে বিক্ষোভ। কোথাও ভ্যাকসিন পেতে ভোর থেকেই লাইন পড়ছে, আবার কোথাও রাত থেকে। তা সত্বেও ভ্যাকসিন পেতে চলছে বিক্ষোভ। বুধবার সকালে হাওড়ার ব্যাঁটরার নরসিংহ দত্ত রোডের পুরসভার বরো অফিসের সামনে ভ্যাকসিন না পেয়ে বিক্ষোভ শুরু হয়। রাত থেকে লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ রাস্তা অবরোধ করে রাখেন। অভিযোগ, রাত থেকে লাইনে দাঁড়িয়ে কুপন তো মেলেইনি, উল্টে জানানো হয় আজ এখানে ভ্যাকসিন দেওয়া হবেনা।

এরপরই বিক্ষোভ দেখাতে শুরু করেন টিকা নিতে আসা প্রচুর মানুষ। ৪ নং বরো অফিসের সামনে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। এদের অভিযোগ রাত থেকে লাইনে দাঁড়ালেও সকালে জানানো হয় আজ ভ্যাকসিন দেওয়া হবেনা। খবর পেয়ে ব্যাঁটরা থানার পুলিশ ঘটনাস্থলে আসে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে প্রায় আধ ঘন্টা পর অবরোধ ওঠে।