হুগলি, ১২ অক্টোবর:- আজ বুধবার গুড়াপ পঞ্চায়েতের এলাকায় প্রতিবাদ মিছিল ও সভা। বিশ্বহিন্দু পরিষদের পক্ষ থেকে। ঘটনাটি দূর্গাপূজার পঞ্চমীর দিন। গুড়াপ পঞ্চায়েতের এক সদস্য লক্ষন মন্ডল (লকা) তিনি দূর্গা প্রতিমার হাতে তৃণমূল কংগ্রেসের দলের পতাকা লাগিয়েছিলেন। এবং সেই পতাকা লাগিয়ে দেওয়ার পর কিছু বক্তব্য রাখেন। এতেই রাজ্য ও কেন্দ্রের রাজ্যনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আজ বুধবার তার প্রতিবাদ স্বরূপ হুগলির গুড়াপে বিশ্বহিন্দু পরিষদের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়ে থাকে। উপস্থিত ছিলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়, রাজ্যের বিধানসভার সভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, হুগলির পুরশুরা বিধানসভার বিধায়ক বিমান ঘোষ, হুগলির জেলার বিজেপির সংগঠনের সভাপতির তুষার মজুমদার ও জেলার ও জেলার বাহিরের বেশকিছু মঠের মহারাজেরা। প্রতিবাদ মঞ্চ থেকে এদিন সংসদ লকেট চট্টোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী প্রতিবাদী বক্তব্য রাখেন।