এই মুহূর্তে জেলা

জাঙ্গিপাড়ায় নাবালিকার পুকুরে ডুবেই মৃত্যু দাবী পুলিশের, ঘটনায় গ্রেপ্তার ৪।

হুগলি, ১০ অক্টোবর:- জাঙ্গিপাড়ার নাবালিকা খুনের ঘটনায় চার যুবক কে রবিবার গভীর রাতে গ্রেপ্তার করার পরে নতুন মোর নিল খুনের ঘটনা। এদিন হুগলির পুলিশ সুপার অমনদীপ বলেন গত ৫ তারিখ জাঙ্গিপাড়ায় যে মেয়ে টির মৃত দেহ পাওয়া গেছে তাতে তার ময়না তদন্তে কোন রূপ ধর্ষণের প্রমান পাওয়া যায় নি। পাশাপাশি পুলিশ সুপার এও বলেন ঘটনার দিন মেয়ে টি তার প্রেমিকের সাথে একটি পুকুর পাড়ে দেখা করতে গেলে তার প্রেমিক শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বললে কোন ভাবেই রাজি হয় না।

এমন সময় ঘটনা স্থলে পৌছায় ওই প্রেমিকের আরো তিন বন্ধু। তারাও জোর করলে মেয়েটি বাঁধা দিলে পুকুরে ধাক্কা দিয়ে ফেলে দিলে সেই জলেই মৃত্যু হয়। তবে তার গায়ে কোন রকম জোর করে আঘাতের চিহ্ন নেই পাশাপাশি পায়ে একটি আঘাতের চিহ্ন রয়েছে যা পড়ে গিয়ে লাগতে পারে। এদিন তাদের শ্রীরামপুর আদালতে তোলা হয়। এদিন পুলিশ সুপার অমনদীপ বলেন ঘটনা স্থল থেকে কয়েক কিলোমিটার দুরে বিশেষ সুত্রে খবর পেয়ে হরিপাল থানার একটি এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়।