এই মুহূর্তে রাজ্য

ত্রিপুরায় ফের শক্তি বাড়াচ্ছে তৃণমূল।

ত্রিপুরা, ২৮ সেপ্টেম্বর:- ত্রিপুরার মাটিতে ক্রমাগত শক্তি বৃদ্ধি করছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার ধলাই জেলার আমবাসায় দলীয় কার্যালয় উদ্বোধন করল ঘাসফুল শিবির।একইসাথে একাধিক রাজনৈতিক দল থেকে কর্মীরা যোগ দিলেন তৃণমূল কংগ্রেস। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার তৃণমূল নেতা আশীষ লাল সিং, কংগ্রেস ছেড়ে তৃণমূলে সদ্য যোগ দেওয়া বাপটু চক্রবর্তী, পশ্চিমবঙ্গের যুব তৃণমূল নেতা শক্তি প্রতাপ সিং। এই আমবাসায় গত আগস্টের ৭ তারিখ সাংগঠনিক কাজে গিয়ে বাধার মুখে পরে জয়া দত্ত, দেবাংশু ভট্টাচার্য,সুদীপ রাহা। মাথায় আঘাত লাগে সুদীপের, আহত হয়েছিলেন জয়া দত্ত নিজেও। পরের দিন জয়া সহ ১৪ জন তৃণমূল কংগ্রেস কর্মীর নামে এফআইআর দায়ের করা হয়।

তড়িঘড়ি ত্রিপুরায় পৌঁছন তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার সফর সঙ্গী ছিলেন প্রাক্তন সংসদ কুনাল ঘোষ, রাজ্যসভার দুই সংসদ শান্তনু সেন ও দোলা সেন। ছিলেন পশ্চিনবঙ্গের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। খোয়াই থানায় আটকে থাকা তৃণমূল কর্মীদের ছাড়িয়ে আনতে বিমান বন্দরে নেমেই পৌছেছিলেন অভিষেক। থানার বাইরে তাকে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। সেই আমবাসায় কার্যালয় উদ্বোধন রীতিমত শক্তি বৃদ্ধির বার্তা বহন করছে। আগামী ৪ঠা নভেম্বর পর্যন্ত পশ্চিম ত্রিপুরা জেলায় ১৪৪ ধারা জারি থাকবে। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক সভা থেকে জানিয়েছেন ১৪৪ ধারা ওঠার ২৪ ঘন্টার মধ্যেই ত্রিপুরায় পৌঁছবেন তিনি। ফলে সেই দিনের আগে ঘর গুছিয়ে নিচ্ছে ঘাসফুল শিবির।