এই মুহূর্তে কলকাতা

বিরোধীদের কণ্ঠরোধ করতেই শব্দগুলিকে অসংসদীয় শব্দের তালিকায় ফেলা হয়েছে- বিমান বন্দোপাধ্যায়।

কলকাতা, ১৫ জুলাই:- একগুচ্ছ শব্দকে অসংসদীয় ঘোষণা করে আসলে বিরোধীদের মুখের ভাষা কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে বলে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মনে করেন।সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আজ তিনি বলেন, বিরোধীধের কণ্ঠরোধ করতেই এই শব্দগুলিকে অসংসদীয় শব্দের তালিকায় ফেলা হয়েছে। আসলে কেন্দ্রীয় সরকার চাইছে বিরোধীদের বক্তব্যে যেন ধার না থাকে।

বিমান বাবু আরও বলেন, সংসদ, বিধানসভা হল বিরোধীদের সরকারকে চেপে ধরার জায়গা। বিরোধীদের অধিকার রয়েছে সরকারের সমালোচনা, দোষ-ত্রুটি চিহ্নিত করার। সেই অধিকার খর্ব করতেই এমন অনেক শব্দ অসংসদীয় বলে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে যেগুলি যে কোনও মানুষ হামেশাই ব্যবহার করে।