উঃ২৪পরগনা, ৯ অক্টোবর:- আজ লক্ষ্মী পূজার দিনে বড়মার খুটি পূজার মধ্য দিয়ে নৈহাটির ৫ কালী পূজাকে ঘিরে আগামী দিনে জমজমাট হতে শুরু করল। আজ বড়মার খুঁটি পুজো দেখবার জন্য ভক্তদের ঢল নেমেছে। উলুরধ্বনি ও শংখেরধনির মাধ্যমে আজ অপরাহ্ণে নৈহাটি ঐতিহ্যপূর্ণ বড়মার খুটি পুজো অনুষ্ঠিত হয়।
আগাগোড়া এই বড়মা খুঁটি পুজোয় উপস্থিত থাকতে দেখা গেল নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চ্যাটার্জী সহ সি আই সি কানাইলাল আচার্যকে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পৌরপ্রধান জানান এই বড়মার পুজো ৯৯ বছরে পদার্পণ করল। অন্যদিকে বড়মা পূজা সমিতির সম্পাদক জানান এই বড়মার পুজোয় নৈহাটি পুলিশ প্রশাসনসহ পৌর প্রশাসন তাদের পাশে আছে।