কলকাতা, ১১ অক্টোবর:- পুজো অনুদানের ৬০ হাজার টাকার খরচের হিসাব দিতে রাজ্য সরকার পুজো কমিটি গুলিকে নির্দেশ দিয়েছে। ৩ দিনের মধ্যে উপযুক্ত বিল, ভাউচার ও শংসাপত্র সহ ওই হিসাব জমা দিতে পুজো কমিটিগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।সেফ ড্রাইভ, সেভ লাইফ’ প্রচারে পুলিশকে সাহায্য, উৎসবের সময় ভিড় নিয়ন্ত্রণ না কি মণ্ডপ ও সংলগ্নস্থান স্যানিটাইজড করা, জনগণের স্বাস্থ্য সচেতনতা বা নিরাপত্তা অথবা পুলিশি জনসংযোগে মহিলাদের এগিয়ে আসার ক্ষেত্র- ঠিক কোন কোন খাতে ব্যবহার করা হয়েছে টাকা তারই হিসেব চাইল নবান্ন। অনুদানের টাকা থেকে স্থানীয় কোনও উন্নয়ন যদি ক্লাব বা পুজো কমিটিগুলি করে থাকে, তাও জানাতে বলা হয়েছে।
নবান্নের নির্দেশ, উপযুক্ত বিল, ভাউচার ও শংসাপত্র জমা দেওয়ার। বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, আগামী ৩ দিনের মধ্যে সেই হিসেব জমা দেওয়ার জন্য। উল্লেখ্য, কলকাতা পুলিশের নিয়ন্ত্রণাধীন এলাকার ৩,০০০ পুজো এবং রাজ্য পুলিশের নিয়ন্ত্রণাধীণ মোট ৩৫টি জেলা ও কমিশনারেট এলাকার ৩৭ হাজার ২৮টি পুজোর জন্য মোট ২৪০ কোটি ১৬ লক্ষ ৮০ হাজার টাকা অনুদান বরাদ্দ করা হয়েছিল রাজ্য সরকারের তরফে। রাজ্য অর্থ দফতর সূত্রের খবর, পুজো কমিটিগুলির কাছে অনুদানের টাকা পৌঁছে দেওয়া হয়েছিল দু’টি পৃথক ‘মেমো’র মাধ্যমে। রাজ্য পুলিশকে ২২২ কোটি ১৬ লক্ষ ৮০ হাজার টাকা এবং কলকাতা পুলিশকে ১৮ কোটি দেওয়া হয়েছিল পুজো কমিটিগুলির হাতে অনুদান তুলে দেওয়ার জন্য।