এই মুহূর্তে জেলা

হিসাব রক্ষকের চপারের আঘাতে গুরুতর জখম রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের ডেপুটি ম্যানেজার।

হুগলি, ৬ অক্টোবর:- বৃহস্পতিবার রাতে চন্দননগরে একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের ক্যাশিয়ারের চপারের আঘাতে গুরুতর জখম হলেন ডেপুটি ম্যানেজার। আহত ডেপুটি ম্যানেজারের নাম অঙ্কিতা বাসু। বাড়ি উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে। এই ঘটনায় চন্দননগর থানার পুলিশ ব্যাংকের ক্যাশিয়ার বুদ্ধদেব মন্ডলকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার রাতে ডেপুটি ম্যানেজার অঙ্কিতা বাসু ব্যাংকের ভল্টে টাকা রাখতে যাচ্ছিলেন। সেই সময় অতর্কিতে পিছন দিক থেকে ক্যাশিয়ার

বুদ্ধদেব মন্ডল চপার দিয়ে অঙ্কিতা দেবীর মাথার পিছনে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় অঙ্কিতা দেবী বাঁচার জন্য চিৎকার করলে বুদ্ধদেব ফের তাকে চপার দিয়ে আঘাত করতে যায়। হাত দিয়ে চপার আটকাতে গেলে হাত কেটে যায়। ইতিমধ্যে ব্যাংকের অন্যান্য কর্মীরা ছুটে আসেন। তারাই চন্দননগর থানায় খবর দিলে পুলিশ এসে বুদ্ধদেব মন্ডলকে গ্রেফতার করে। আহত অঙ্কিতা দেবীকে উদ্ধার করে পুলিশ চন্দননগর মহকুমা হাসপাতালে ভর্তি করে। পুলিশ ধৃত বুদ্ধদেব মন্ডলকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। শুক্রবার ধৃতকে চন্দননগর মহকুমা আদালতে তোলা হবে।