কলকাতা, ৬ অক্টোবর:- অতিমারীর কারণে ২ বছর বন্ধ থাকার পর আগামী শনিবার রেডরোডে ফের হতে চলেছে দুর্গাপুজোর কার্নিভাল। পুলিশের ডেয়ার ডেভিল বাহিনীর স্টান্ট দিয়ে শুরু হবে কার্নিভাল। এরপরই থাকছে ডোনা গাঙ্গুলির নাচের গ্রুপ দীক্ষা মঞ্জরীর নাচের অনুষ্ঠান। অসুস্থ ডোনা গাঙ্গুলি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। সুস্থ থাকলে তাঁকেও দেখা যাবে রেডরোড কার্নিভালের অনুষ্ঠানে। বিশ্ববাংলা শারদ সম্মানে সম্মানিত দুর্গা পুজোগুলি ছাড়াও আরও বেশ কিছু পুজো কমিটি এই কার্নিভালে থাকছে। এখনও পর্যন্ত ১০২টি পুজো কমিটিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রতিটি পুজো কমিটির জন্য ৩ মিনিট করে সাংস্কৃতিক অনুষ্ঠান করার সময় দেওয়া হয়েছে। যে যার নিজস্ব থিমের ওপর অনুষ্ঠান করবে। রেডরোডের মাঝখানে দুটি মণ্ডপ করা হয়েছে। মূল মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ মন্ত্রিসভার সদস্য, রাজ্যের প্রশাসনিক শীর্ষ কর্তারা ছাড়াও থাকবেন অতিথি অভ্যাগতরা। আজ রেডরোডেই তথ্য সংস্কৃতি দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ইন্দ্রনীল সেন, সচিব শান্তনু বসু, পুলিশের উচ্চ পদস্থ কর্তারা বৈঠক করেন। পর্যটন দপ্তর এবং তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। ফোর্ট উইলিয়ামের দিক থেকে পুজো কমিটিগুলি তাদের প্রতিমা নিয়ে যাত্রা শুরু করবে। আকাশবাণীর সামনে দিয়ে চলে যাবে বাবু ঘাটের দিকে।