এই মুহূর্তে কলকাতা

বেআইনিভাবে বিদ্যুৎ ব্যাবহার করায় ১৩৩৯ টি পুজোকে জরিমানা।

কলকাতা, ২ অক্টোবর:- বেআইনি ভাবে বিদ্যুৎ সংযোগ ও ব্যবহার করার অভিযোগে রাজ্য বিদ্যুৎ পর্ষদ এখনও পর্যন্ত সারা রাজ্যে এক হাজার তিনশো ৩৯ টি পুজো কমিটিকে জরিমানা করেছে। রাজ্য জুড়ে সংস্থার বিভিন্ন রিজিওনাল ও ডিভিশনাল অফিসগুলির পক্ষ থেকে ৬৯৯৯ টি পুজো প্যান্ডেল এ রুটিন মাফিক তল্লাশি চালানোর পরে ওই সংখ্যক পুজো কমিটি গুলিকে জরিমানা করা হয় বলে বিদ্যুৎ পর্ষদ সূত্রের খবর।

৭ হাজার ৫ শো ৪৪ কেভি বিদ্যুৎ অবৈধ ভাবে ব্যবহার করায় ২৩ লক্ষ ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যদিও অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে গত ২০২১ এ ১ হাজার ৭ শো ৯৬ টি পুজো কমিটিকে ৩০ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল বলে নিগম সুত্রে দাবি করা হয়েছে। গতকাল ষষ্ঠীর সন্ধ্যায় পুজোর জন্য অতিরিক্ত চাহিদা সহ বিদ্যুতের মোট চাহিদা দাঁড়ায় ৭ হাজার একশো ২০ মেগা ওয়াট বলে পর্ষদ সূত্রে জানানো হয়েছে।