এই মুহূর্তে জেলা

হাওড়ার টিকিয়াপাড়া-কান্ডে গ্রেফতার মূল অভিযুক্ত। এই ঘটনায় গ্রেফতার বেড়ে ১৩।

 

হাওড়া,২ মে:- হাওড়ার টিকিয়াপাড়া-কান্ডে পুলিশি নিগ্রহের ঘটনায় অন্যতম মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম শাকিব। শুক্রবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগে মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছিল।শাকিব গ্রেফতার হওয়ায় এই ঘটনায় গ্রেফতার করা হল মোট ১৩ জনকে। এর আগে এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ ভারতীয় দণ্ডবিধির ১৮৬, ১৮৮, ১৮৯, ৩৩২ সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছিল। এছাড়াও প্রিভেনশন টু ড্যামেজেস অফ পাবলিক প্রপার্টি অ্যাক্ট, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট, ওয়েস্ট বেঙ্গল মেনটেনেন্স অ্যাক্টের একাধিক ধারা মামলা রুজু করা হয়েছিল। এর আগে বুধবার অভিযুক্ত ১০জনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। বৃহস্পতিবার আরও দুই অভিযুক্তকে আদালতে তোলা হয়। শুক্রবার রাতে গ্রেফতার হয় শাকিব। উল্লেখ্য, গত মঙ্গলবার ২৮ এপ্রিল হাওড়ার টিকিয়াপাড়ায় লকডাউনে ভীড় সরাতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। বেলিলিয়াস রোড টিকিয়াপাড়া ফাঁড়ির সামনে এই নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। লকডাউন মানা হচ্ছে না খবর পেয়ে সেখানে পুলিশ গিয়ে ভীড় হটাতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উত্তেজিত জনতা পুলিশের একটি গাড়িতেও ভাঙচুর চালায়। অভিযোগ, একসঙ্গে বহু মানুষ রাস্তায় নেমে আসেন। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের বিশাল বাহিনী সেখানে পৌঁছায়। নামানো হয় র‍্যাফ ও কমব্যাট ফোর্স। পুলিশ লাঠি উঁচিয়ে জনতাকে তাড়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাওড়া থানার পাশাপাশি ব্যাঁটরা থানা থেকেও ফোর্স নামানো হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয় ঘটনাস্থলে। বুধবার সেখানে পুলিশ ও র‍্যাফ রুট মার্চ করে। এখনও পর্যন্ত এই ঘটনায় গ্রেফতার করা হল ১৩ জনকে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.