এই মুহূর্তে কলকাতা

নানা প্রতিকূলতা অতিক্রম করে দশ বছরে পা দিলো দুর্বার মহিলা সমিতির পুজো।


কলকাতা, ২ অক্টোবর:- পুজো মানে শুধু উৎসব,ঠাকুর দেখা আর নতুন পোশাক নয়। অনেকের কাছে পুজো মানে নিজেদের অধিকার প্রতিষ্ঠার লড়াইকে মানুষের সামনে তুলে ধরার মঞ্চ। যৌন কর্মীদের সংগঠন দুর্বার মহিলা সমন্বয় সমিতির পুজো নানা প্রতিকূলতা অতিক্রম করে এবার দশ বছরে পা দিল। শুরুতে যৌন কর্মীরা পুজো শুনেই অনেকে মুখ বেঁকিয়ে ছিলেন। প্রশাসনের কাছ থেকে অনুমতি আদায় করতেও প্রথম বেশ কয়েক বছর যথেষ্ট কাট খড় পোড়াতে হয় উদ্যোক্তাদের। এখন অবশ্য দিন বদলেছে।দূর্বারের পুজো আজ কলকাতায় স্বমহিমায় প্রতিষ্ঠিত।

এবার তাদের পুজোর বিষয় ভাবনা, ‘লাল বাতির দুর্গাপুজো এই মাটিতে যদি খোঁজো মাকে পাবে।’ শুধু তাই নয় কলকাতার অনেক নামকরা পুজোতে ফিতে কাটতে ডাক পড়ছে যৌন কর্মীদের। সামিল করা হচ্ছে শারদ সম্মানের বিচারক মন্ডলিতে। দূর্বারের সচিব পুতুল সিং জানালেন সেই দিন বদলের কথা। পুজোকে কেন্দ্র করে সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। দূর্বারের তরফে বিশাখা লস্কর সেই সব কর্মসূচি সম্পর্কে জানালেন।