কলকাতা, ১৩ জুলাই:- চলতি মরশুমে দক্ষিণ বঙ্গে বৃষ্টি ঘাটতির প্রেক্ষিতে আমন চাষের সম্ভাব্য ক্ষয়ক্ষতি রুখতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার জানিয়েছেন, জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত আমন ধান বোনা হয়। এই সময়টায় পর্যাপ্ত বৃষ্টি প্রয়োজন। আগামী কয়েকদিনের মধ্যে যদি বৃষ্টিপাত পর্যাপ্ত না হয় যাতে আপৎকালীন সেচ ব্যবহার করে আমন ধানের চাষ করা যেতে পারে তার সব রকম ব্যবস্থা রাখা হচ্ছে।ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে কৃষি দফতর সেচ দফতরের সঙ্গে আগাম কথা বলে রেখেছে।
তবে প্রদীপ বাবু মনে করেন, এখনই গেল গেল রব তোলার কারণ নেই। আগামী তিন চার দিনের মধ্যে ভালো বৃষ্টি হলে ধান চাষের যে ক্ষতি হয়েছে তা মিটিয়ে নেওয়া সম্ভব। কৃষি দফতরের দেওয়া তথ্য অনুসারে, এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে সবথেকে বৃষ্টির ঘাটতি বেশি রয়েছে মুর্শিদাবাদে। এরপরেই সবচেয়ে বেশি ঘাটতি রয়েছে বীরভূম এবং নদীয়া জেলায়। উত্তরবঙ্গের অন্যান্য জেলায় এবার ভালো বৃষ্টি হলেও মালদায় বৃষ্টির ঘাটতি রাজ্যের মধ্যে সর্বাধিক। মালদায় বৃষ্টিপাতের ঘাটতির পরিমাণ ৬৭ শতাংশ। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদে বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে ৬৫ শতাংশ এবং বীরভূম ও নদীয়াতে ঘাটতির পরিমাণ যথাক্রমে ৬৩ এবং ৬১ শতাংশ।