হুগলি, ১২ ডিসেম্বর:- হিন্দমোটর স্টেশনে মহিলার হাতে ছুরিকাহত এক মহিলা। আহতকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আটক হামলাকারী। স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রেনে আগেও চুলোচুলি হয়েছিল তাদের। আজ সকালে হিন্দমোটর স্টেশনে ট্রেন ধরার জন্য অপেক্ষা করছিলেন যাত্রীরা। তিনজন মহিলার মধ্যে বচসা শুরু হয়। হঠাৎই একজন একটি ফলকাটা ছুরি বের করে আঘাত করেন এক মহিলাকে। কানে মুখে আঘাত লাগে রক্তাক্ত হন আক্রান্ত মহিলা। তাকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে আসে।
স্থানীয় বাসিন্দা পঙ্কজ রায় জানান, মহিলারা ট্রেনের সহ যাত্রী। শ্রমিকের কাজ করেন। কয়েকিদন ধরে নিজেদের মধ্যে কোনো বিষয় নিয়ে ঝামেলা চলছিল। নিজেদের মধ্যে বচসা হয়েছে আগেও। ঘটনার প্রত্যক্ষদর্শী শম্ভু দাস বলেন, ওভার ব্রীজ দিয়ে ঝগড়া করতে করতে নামছিল। তিনজন ছিল। একজন ছুরি মারে। নাক কান কেটে যায়। রেল পুলিশ উত্তরপাড়া হাসপাতালে পৌঁছে দুজনকেই জিজ্ঞাসাবাদ করে। আক্রান্ত মহিলা রীমা সিং শ্রীরামপুরের বাসিন্দা।হামলাকারী করুন দাস কুন্তিঘাটের।