এই মুহূর্তে কলকাতা

রাষ্ট্রপতি নির্বাচনের আগে মহারাষ্ট্রের সরকার ফেলে দেওয়ার ষড়যন্ত্রে নেমেছে বিজেপি, দাবি মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ২৩ জুন:- রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিজেপি মহারাষ্ট্রে সরকার ফেলে দেওয়ার জন্য ষড়যন্ত্রে শামিল হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিকদের তিনি বলেন বিজেপি অসাংবিধানিক ভাবে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে। অনৈতিক ভাবে হাওয়ালার টাকা দিয়ে ঐ রাজ্যে সরকার ফেলে দেওয়ার উদ্যোগ শুরু হয়েছে। মহারাষ্ট্রে আজ যা হচ্ছে আগামী দিনে অন্য রাজ্যেও গায়ের জোরে অগণতান্ত্রিকভাবে একই কাজ করা হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নেত্রী। পাশাপাশি ভবিষ্যতবাণী করেছেন, রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি এক লক্ষের থেকেও কম ভোট পাবে। মহারাষ্ট্রের পরিস্থিতি নিয়ে এ দিন মুখ্যমন্ত্রী বলেছেন, ‘গতন্ত্রকে বুলডোজ করা হচ্ছে। অনৈতিকভাবে মহারাষ্ট্রে সরকার ভাঙার চেষ্টা করা হচ্ছে। টাকা দিয়ে বিধায়ক কিনতে চাইছে।

গনতান্ত্রিক যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিজেপি সরকার ভেঙে ফেলেছে। অসাংবিধানিক দৃষ্টিভঙ্গি। আপনারা ক্ষমতায় আছেন, শক্তি আছে তাই ইডি, সিবিআই আর অর্থবল প্রয়োগ দিয়ে রাজ্যের নির্বাচিত সরকার ভেঙে দেবেন? আমি বলছি এমন করবেন না। আপনাদেরও সময়ের নিয়মেই ক্ষমতা থেকে সরতে হবে। তখন আপনাদের কী হবে? মহারাষ্ট্র সরকারের ন্যায্য বিচার চাই।’ উল্লেখ্য, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের আবেদনে সাড়া দেননি ‘বিদ্রোহী’ একনাখ শিণ্ডে। উল্টে তাঁর কাছে ৪৯ জন বিধায়কের সমর্থন আছে বলে দাবি করেছেন তিনি। এর বেশিরভাগই আবারও শিবসেনার। ফলে সংকট আরও বেড়েছে। ক্রমেই সেই আঁচ উপলোব্ধি করছেন শেনা প্রধান। ফলে বুধবার রাতেই মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন ছেড়েছেন তিনি। এর মধ্যেই সর্বভারতীয় ভারতীয়স্তরে বিরোধী জোট নির্মাণের অন্যতম উদ্যোক্তার শিবসেনার মুখ্যমন্ত্রীর হয়ে মাঠে নামা রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ন।