এই মুহূর্তে কলকাতা

অগ্নিনির্বাপণ দপ্তরের নতুন ডিজি হলেন রণবীর কুমার।


কলকাতা, ২৮ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার আইপিএস আধিকারিক রণবীর কুমারকে অগ্নি নির্বাপন দপ্তরের নতুন ডিজি হিসাবে নিয়োগ করেছে। নবান্ন থেকে সোমবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তিনি পি নিরজনয়নের স্থলাভিষিক্ত হবেন। উল্লেখ্য পি নিরজনয়ন এদিনই অবসর নিয়েছেন।