এই মুহূর্তে জেলা

শ্রীরামপুরের বিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শনে পুলিশ কমিশনার।


হুগলি, ১০ সেপ্টেম্বর:- বাঙালি শ্রেষ্ঠ উৎসব, দুর্গা পুজোর আর এক মাস বাকি, সেই পুজো যাতে সুষ্ঠুভাবে এবং সুশৃংখলভাবে অনুষ্ঠিত হতে পারে সে ব্যাপারে চন্দননগর পুলিশ কমিশনারেট শীর্ষ আধিকারিকরা মঙ্গলবার শ্রীরামপুরের বিভিন্ন পূজা প্যান্ডেল গুলি পরিদর্শন করলেন এবং পুজো কমিটির কর্মকর্তাদের সঙ্গে কথা বললেন, নেতৃত্বে ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অফ পুলিশ, অমিত পি জগলভি।

তিনি জানান আজ আমরা শ্রীরামপুরের বিভিন্ন পূজা প্যান্ডেল গুলি পরিদর্শন করেছি, এখানকার যে সমস্ত পুজো পুরনো পুজো গুলি আছে সেগুলি তো প্রতিবছর সুষ্ঠুভাবে পুজো পরিচালনা করেন, আমরা আজকে দেখে গেলাম এবং প্রশাসনের পক্ষ থেকেও কি কি করতে হবে সেগুলো জানিয়ে গেলাম, এর পর আমরা রিসরা কোননগর উত্তরপাড়া চুঁচুড়া চন্দননগরের বিভিন্ন পূজা মন্ডপগুলি ভিজিট করব এবং উদ্যোক্তাদের সঙ্গে কথা বলব সুষ্ঠুভাবে পূজা অনুষ্ঠিত করার ব্যাপারে।