এই মুহূর্তে কলকাতা

সাসপেনশন প্রত্যাহারের দাবিতে বিধানসভায় ধর্ণায় বিজেপি।


কলকাতা, ১৩ জুন:- সাসপেনশন প্রত্যাহারের দাবিতে বিজেপির সাসপেন্ড হওয়া বিধায়করা বিধানসভার বাইরে ধর্নায় বসেছে।বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গার নেতৃত্বে বিধায়করা প্ল্যাকার্ড নিয়ে ধর্না অবস্থান করছেন। বিজেপি বিধায়ক শংকর ঘোষ অভিযোগ করেন, যেভাবে সংখ্যাগরিষ্ঠতার জোরে বিধায়কদের সাসপেন্ড করা হচ্ছে, তাতে আগামী দিনে ৭০জন বিধায়ককেই সাসপেন্ড করা হতে পারে।

তিনি আরও জানান, রামপুরহাটের বগটুইয়ের মত আবারও রাজ্যে আইন-শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। এই পরিস্থিতি চললে রাজ্যে আগামী দিনে বাঙালিরা বাস করতে পারবে না বলে তিনি দাবি করেন।