এই মুহূর্তে জেলা

নিজের নিরাপত্তা বাড়ানোর দাবিতে রাজ্যপালের দ্বারস্থ তৃণমূল নেতা তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্ত।


হাওড়া, ১৩ জুন:- এবার নিজের আরও নিরাপত্তা চেয়ে রাজ্যপালের দ্বারস্থ হচ্ছেন বালির নিহত তৃণমূল নেতা তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্ত। সোমবারই যাচ্ছেন রাজ্যপালের সাক্ষাৎ চেয়ে চিঠি দিতে। এই মুহুর্তে যথেষ্ট নিরাপত্তার অভাব বোধ করছেন বালির সমাজকর্মী প্রয়াত তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্ত।

তাঁর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আবেদন নিয়ে তিনি সোমবার মহামান্য রাজ্যপালের দ্বারস্থ হচ্ছেন। একই সাথে সিবিআইকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা যাতে দ্রুত করা হয় সেই আবেদন নিয়েও রাজ্যপালের সাক্ষাৎ প্রার্থনা করে সোমবার রাজভবনে চিঠি দিতে যাচ্ছেন তিনি।