কলকাতা, ১৩ জুন:- দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তীব্র অস্বস্তিকর গরম অব্যাহত থাকায় স্কুলে গরমের ছুটির মেয়াদ আরও বাড়ানো হল।সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল গুলিতে আগামী ২৬ জুন পর্যন্ত গরমের ছুটি চলবে বলে রাজ্যের স্কুল শিক্ষা দফতর থেকে জারি করা এক নির্দেশিকায় আজ জানানো হয়েছে।
পড়ুয়াদের সুরক্ষা ও নিরাপত্তার দিকে তাকিয়েই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। বেসরকারি স্কুল গুলিকেও গরমের ছুটি বাড়ানোর অনুরোধ জানান হচ্ছে। উল্লেখ্য এর আগে রাজ্যে তীব্র তাপ প্রবাহ জনিত পরিস্থিতি সৃষ্টি হওয়ায় রাজ্য সরকার স্কুল গুলিতে ৪৫ দিনের ছুটি ঘোষনা করে।যার মেয়াদ আগামী বুধবার শেষ হচ্ছে।