কলকাতা, ৭ মে:- রাজ্যের সমস্ত গ্রামীণ গ্রন্থাগার গুলিতে ৭৩৮ জন গ্রন্থাগারিক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। সংশ্লিষ্ট দপ্তরের সচিব এ ব্যাপারে জেলা শাসক তথা লোকাল লাইব্রেরী অথরিটির চেয়ারম্যানদের দের চিঠি দিয়ে নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন।
সূত্রে জানা গেছে যে এই নিয়োগের ব্যাপারে আগামী ১৭ই মে বিজ্ঞপ্তি জারি করা হবে। অনলাইনে আবেদন জমা দেওয়ার সম্ভাব্য সময়সীমা আগামী ১০ই জুন। ১৪ই জুলাই থেকে ১৮ই জুলাই এরমধ্যে প্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার কথা রয়েছে। সফল প্রার্থীদের তালিকা চূড়ান্ত হবে ২৫সে জুলাইয়ের মধ্যে বলে জানা গেছে।