হুগলি,২২ ফেব্রুয়ারি:- দীর্ঘ ৭ দিনের যমে মানুষের টানা টানির পর অবেশেষে মৃত্যুর কোলে ঢলে পরলো হুগলীতে পুলকার দুর্ঘটনায় অন্যতম গুরতর আহত স্কুল ছাত্র রিষভ সিং। শনিবার ভোর পাঁচটার সময় এস এস কে এম হাসপাতাল কতৃপক্ তার মৃত্যু ঘোষনা করে। হুগলী জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি দিলীপ যাদব জানিয়েছেন। সকাল নটা নাগাদ এস এস কে এম হাসপাতাল থেকে তার মৃতদেহ শ্রীরামপুরের বাড়িতে নিয়ে যাওয়া হবে। গত ১৪ ফেব্রুয়ারি স্কুলে যাবার সময় পুলকারে মধ্যেই দুর্ঘটনায় কবলে পরে রিষভ সহ দুই ছাত্র গুরুতর আহত হয়।ছোট্ট এই স্কুল ছাত্রের মৃত্যু খবরে শ্রীরামপুরের বাড়িতে শোকের ছায়া।