এই মুহূর্তে কলকাতা

এসএসসির মাধ্যমে রাজ্যে কুড়ি হাজারেরও বেশি শূন্য পদে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু।


কলকাতা, ৭ মে:- স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের ২০ হাজারেরও বেশি শূন্য পদে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। মাধ্যমিক স্তরে ১৪ হাজার এবং একাদশ-দ্বাদশ স্তরে ৬ হাজারের বেশি শূন্য পদে শিক্ষক নিয়োগ করা হবে বলে শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে ইতিমধ্যেই শিক্ষা নিয়োগের জন্য জেলা ভিত্তিক তালিকা তৈরি করা হয়েছে। মধ্য শিক্ষা পর্ষদের তৈরি করা ওই তালিকা স্কুল সার্ভিস কমিশনের কাছে পাঠানো হয়েছে।

কমিশন চূড়ান্ত ভাবে অনুমোদন করার পর তা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার ব্যাপারে রাজ্য সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। উল্লেখ্য রাজ্য মন্ত্রিসভা এসএসসির চাকরিপ্রার্থীদের নিয়োগের সুযোগ করে দিতে ২০১৬ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী ছয় হাজারের বেশি শূন্যপদ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে ২০১৯ সালে শেষ হয়ে যাওয়া প্যানেলের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে ।