কলকাতা, ৭ মে:- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর তাঁর বাড়িতে নৈশ ভোজ করার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন। ই এম বাইপাসের ধারে আজ একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধনে হাজির হয়েছিলেন সস্ত্রীক সৌরভ গঙ্গোপাধ্যায়৷ রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷
সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, রাজনীতির জগতের অনেক মানুষের সঙ্গেই তাঁর ব্যক্তিগত সুসম্পর্ক রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তাঁর কাছের মানুষ। বিসিসিআই সভাপতি আরও জানিয়েছেন চিকিৎসক সরোজ মণ্ডলের এই হাসপাতাল তৈরির ক্ষেত্রে কিছু সমস্যা ছিল৷ তা জানতে পেরে িতনি বছরখানেক আগে মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানিয়েছিলেন৷ এর পরই দ্রুত জটিলতা কেটে যায়৷ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসই তাঁকে সেই খবর জানান৷