এই মুহূর্তে কলকাতা

বিধানসভায় বিশ্ববিদ্যালয় আইন সংশোধনী বিলের ওপর ভোটাভুটিতে ভুল, স্বীকার করে দুঃখ প্রকাশ অধ্যক্ষর।

কলকাতা,১৪ জুন:- গতকাল বিধানসভায় বিশ্ববিদ্যালয় আইন সংশোধনী বিলের ওপর ভোটাভুটিতে ভুল হয়েছিল বলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। আজ অধিবেশনের শুরুতেই তিনি এজন্য দুঃখ প্রকাশ করে বলেন, বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে যাতে এধরণের ভুলের পুনরাবৃত্তি না হয় তা দেখা হবে।উল্লেখ্য গতকাল বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল পাশ করানোর জন্য বিজেপির দাবিতে বিধানসভায় ভোটাভুটি হয়।

সেখানে বিরোধীদের পক্ষ থেকে ৪০টি ও সরকার পক্ষের সদস্যদের তরফে ১৮২টি ভোট পড়ে।। কিন্তু বিজেপির তরফে এই সংখ্যা নিয়ে আপত্তি তোলা হয়। হিসাবে গরমিলের অভিযোগ তোলে তারা। সে সময়ই অধ্যক্ষ জানিয়েছিলেন, বিষয়টি খতিয়ে দেখবেন। এরপরই অধিবেশন চলাকালীন ভুল স্বীকার করে নেন। আদতে ওই বিলের পক্ষে ও বিপক্ষে যথাক্রমে, ১৬৭ ও ৫৫ টি ভোট পড়েছে।