এই মুহূর্তে জেলা

বহুতলের ছাদ থেকে পড়ে মৃত্যু উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর।

নদীয়া, ৫ মে:- নদীয়ায় বহুতলের ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর। ঘটনার জেড়ে তীব্র চাঞ্চল্য এলাকায়। এমনি মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদীয়ার রানাঘাট শহরের ৮ নং ওয়ার্ড এলাকায়। জানা যায় মৃতা বছর ১৮ এর তৃষা ঘোষ তার পরিবারের সাথে ওই আাবাসনের চার তলাতেই থাকতো। তার বাবা পেশায় প্রশাধনি সামগ্রীর ব্যবসায়ী। মৃতার আত্মীয় জানায় গতকাল রাত ৯.৪০ নাগাদ শুনতে পায় আবাসনের পাঁচ তলার ছাদ থেকে কেউ পড়েগেছে, তরিঘরি রানাঘাট হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রানাঘাট থানার পুলিশ। খুন না কি আত্মহত্যা তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।