মালদা ,২৮ মার্চ:- হঠাৎই রেশন দোকান গুলোতে হানা দিলেন ব্লক বিডিও।শনিবার মানিকচক ব্লকের অন্তর্গত রেশন দোকান গুলোতে অভিযান চালায় ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সুরজিৎ পন্ডিত।নাজিরপুর নুরপুর সহ মানিকচক বিভিন্ন অঞ্চলের রেশন দোকান গুলো পরিদর্শন করেন রেশন সামগ্রী বিলিতে প্রশাসনে নির্দেশিকা ডিলারদের বুঝিয়ে দেন বিডিও।
করোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন চলছে।রাজ্যবাসীর খাদ্যের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিনামূল্যে রেশন সামগ্রী বিতরণের নির্দেশ দিয়েছেন।সেই নির্দেশ মতই আগামী পয়লা এপ্রিল থেকে শুরু হচ্ছে রেশন সামগ্রী বিতরণ।প্রশাসনের সেই সমস্ত নির্দেশিকা বোঝাতে এদিন রেশন দোকান গুলোতে অভিযান চালায় মানিকচক ব্লক বিডিও সুরজিৎ পন্ডিত।বিডিও’র এই হঠাৎ হানায় কার্যত ঘাবড়ে যান ডিলাররাও।রেশন দোকানের মালিককে প্রশাসনের নির্দেশিকা ঠারেঠোরে বুঝিয়ে দেন বিডিও।খতিয়ে দেখেন রেশন দোকানে মজুদ থাকা সামগ্রী গুণগত মান।নির্দিষ্ট পরিমাণে রেশন সামগ্রী গ্রাহকদের জন্য মজুত রয়েছে কিনা সেই দিকটাও খতিয়ে দেখেন বিডিও।
এ প্রসঙ্গে বিডিও সুরজিৎ পন্ডিত জানান,মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো পয়লা এপ্রি
ল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাস বিনামূল্যে রেশন সামগ্রী বিতরণ করা হবে।তাই জন্য রেশন দোকান গুলির সামগ্রী মজুদ সঠিক পরিমাণে রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। লকডাউনের সময় সাধারণ মানুষের কাছে খাদ্যদ্রব্য পৌঁছে দিতে হবে।ডিলারদের নির্দেশ দেওয়া হচ্ছে রেশন সামগ্রী একেবারেই মজুদ রাখতে।নির্দিষ্ট সময় সন্ধে ৬ পর্যন্ত রেশন দোকান খোলা রাখতে হবে।একমাসের রেশন সামগ্রী একবারে বিতরণ করা হবে।সাধারণ মানুষ একবারে রেশন দোকানে এসে পুরো মাসের সামগ্রী তুলে নেবেন।