এই মুহূর্তে কলকাতা

এখনো পর্যন্ত কেকেআরের খেলা বাংলার সমর্থকদের হতাশ করেছে – মনোজ তিওয়ারি।


কলকাতা, ৫ মে:- বাংলা থেকে প্লেয়াররা বাংলা দলের হয়ে ভালো খেলে যখন আইপিএলে অন্য ফ্র‍্যাঞ্চাইসি’তে গিয়ে নিয়মিত ম্যাচ খেলছে, তাদেরকে এখানে সিলেক্ট না করে তাদেরকে অন্য দিকে ঠেলে দিচ্ছে। এইটা একটা চিন্তার বিষয়। এটা খারাপ লাগে। বৃহস্পতিবার দুপুরে হাওড়ায় এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওই মন্তব্য করেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। এবারের আইপিএলে এখনো পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স এর খেলা বাংলার সমর্থকদের হতাশ করেছে। বৃহস্পতিবার এই প্রসঙ্গে মনোজ তিওয়ারিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “কেকেআর সমর্থকরা হতাশ তো আছেই। আমি একজন খেলোয়াড়। আমি এখন না খেললেও আমার মন প্রাণ কিন্তু এখনও কলকাতার টিমের প্রতিই আছে। কিন্তু যেভাবে খেলছে ওরা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। অতটা বলতে চাইনা। কিন্তু দলের মধ্যে অনেক চেঞ্জ হচ্ছে। দলটার প্রথম এগারো দেখলেই দেখা যাবে প্রত্যেকটা ম্যাচেই দলের মধ্যে অনেক চেঞ্জ করা হচ্ছে। ভালো ভালো প্লেয়ার যারা গত বছর কেকেআরে খেলেছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো আমাকে না করে যদি কেকেআর ম্যানেজমেন্টকে রেগুলার করা হয় তাহলে ওরা উত্তরগুলো দিতে পারবে।

বিশেষ করে খারাপ লাগে যখন বাংলা থেকে প্লেয়াররা বাংলা দলের হয়ে ভালো খেলে যখন অন্য ফ্র‍্যাঞ্চাইসি’তে গিয়ে নিয়মিত ম্যাচ খেলছে তাদেরকে এখানে সিলেক্ট না করে তাদেরকে অন্য দিকে ঠেলে দিচ্ছে। এইটা একটা চিন্তার বিষয়।” কেকেআরের প্রতি বাংলার মানুষের আবেগ প্রসঙ্গে প্রশ্নের উত্তরে মনোজ তিওয়ারি বলেন, “কোনও আবেগ জুড়ে নেই এই কলকাতা টিমের মধ্যে। এটাতো স্বাভাবিকই মানুষ তো দেখতে চায় যে আমাদের রাজ্যের ছোট ছোট ছেলেরা আগামী দিনে কাকে দেখে বড় হবে। যখন আমি যখন শুরু করেছিলাম তখন সৌরভ গাঙ্গুলিকে দেখে বড় হয়েছিলাম। লক্ষ্মীরতন শুক্লা’দা খেলতেন তখন। অনেক বড় বড় প্লেয়াররা ছিল তখন। দীপদা ছিল। রোহন গাভাসকার ছিল। এরা সবাই খেলত বাংলার হয়ে। শিবশংকর পাল, রণদেব বোস এদের দেখে অনুপ্রেরণা পেতাম। আজকের দিনে অবশ্যই আইপিএল’টা অনেক বড় প্ল্যাটফর্ম। সবাই আইপিএল দেখতে চায়। কেউ টেস্ট ম্যাচ দেখতে চায় না। তাইজন্য আইপিএলেও আমাদের বাংলার থেকে ছেলেরা থাকাটা অনেক জরুরি। তাহলে আগামী প্রজন্ম যারা আছে তারা অনেক কিছু শিখতে পারবে। অনুপ্রেরণা পাবে। আগামী দিনে তারা যেন নিজের রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করতে পারে এই অনুপ্রেরণা নিয়ে এগোতে পারবে।”