কলকাতা, ২৭ এপ্রিল:- ২১ মে থেকে রাজ্যে ফের দুয়ারে সরকার কর্মসূচি শুরু হচ্ছে। ওই কর্মসূচি চলবে ৩১ মে পর্যন্ত। নবান্ন সভাঘরে আজ প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা ঘোষণা করেছেন। তিনি জানান এই ১০ দিন বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য ফের আবেদন জমা নেওয়া হবে। ১ জুন থেকে ৬ জুন পর্যন্ত আবেদনপত্রগুলি খতিয়ে দেখে তা মঞ্জুর করা হবে।সেই সঙ্গে ৫ থেরে ২০ মে চলবে পাড়ায় সমাধান কর্মসূচি। ৫মে তৃতীয় তৃণমূল কংগ্রেস সরকারের বর্ষপূর্তি হচ্ছে।
সেই উপলক্ষ্যে ওই দিন থেকে ২০ মে পর্যন্ত রাজ্য সরকারের সমস্ত প্রকল্প নিয়ে উন্নয়নের পথে শীর্ষক বিশেষ প্রচার কর্মসূচির আয়োজন করা হবে। মেলা, স্টল, ট্যাবলো, প্রদর্শনী ইত্যাদির মাধ্যমে প্রচার চলবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মানুষের সুবিধার্থে দুয়ারে সরকার প্রকল্প যতদিন চলবে, ততদিন খুব প্রয়োজন ছাড়া সরকারি কর্মীরা ছুটি পাবেন না। রবিবার এবং অন্য সরকারি ছুটির দিন শিবির বন্ধ থাকবে