কলকাতা, ২৭ এপ্রিল:- বেআইনি বালি খনন, গাছ কাটা, দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। দুর্নীতির ঘটনা হলে হলে রাজনীতির রঙ না দেখে ব্যবস্থা নেওয়ার তিনি নির্দেশ দেন। নবান্ন সভাঘরে আজ সমস্ত জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে পর্যালোচনা বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, বেআইনি বালি খাদান, গাছ কাটা,
দুর্নীতিতে সঠিক অভিযোগ পেলে ব্যবস্থা নিতে হবে না। অভিযুক্ত কোনও বড় নেতা হলেও তা করতে হবে ।দল বা সরকারের থেকে কেউ এতে বাধা দেবে না। তিনি আরও বলেন, অনেক সময় মিথ্যা FIR হয়। কোনটা সঠিক, কোনটা ঠিক নয়, সেটা যাচাই করতে হবে। চার্জশিট সময়ে দিতে হবে। চার্জশিটে ঠিকঠাক ধারা দিতে হবে।সাধারণ মানুষের আস্থা অর্জন করতে তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন। যাতে নির্ভয়ে মানুষ থানায় গিয়ে অভিযোগ জানাতে পারেন। কমিউনিটি পুলিশে জোর দিতে বলা হয়েছে।